নিরাপত্তা নিশ্চয়তা পেতে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হবে : যুক্তরাষ্ট্র

নিরাপত্তা নিশ্চয়তা পেতে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হবে : যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ইউক্রেনকে জানিয়েছে, মার্কিন নিরাপত্তার নিশ্চয়তা পেতে হলে রাশিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তিতে সই করতে হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। 

রয়টার্সকে সূত্রটি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে শান্তি চুক্তিতে কী থাকবে, তা নির্ধারণ করে দিচ্ছে না। একই সঙ্গে ওয়াশিংটন ইউক্রেনকে জোর করে ভূখণ্ড ছাড়তে বাধ্য করছে এমন ধারণাও বিভ্রান্তিকর। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের সংবাদে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে ইঙ্গিত দিয়েছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নির্ভর করবে কিয়েভ রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তিতে রাজি হয় কি না তার ওপর। সংবাদে আরও বলা হয়, এমন চুক্তিতে ইউক্রেনকে ডনবাস অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দিতে হতে পারে।

রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা সম্পর্কিত মার্কিন নথিটি ১০০ শতাংশ প্রস্তুত। এখন কেবল সেটি স্বাক্ষরের সময় ও স্থান নির্ধারণের অপেক্ষা রয়েছে। জেলেনস্কি আরও বলেছেন, যুদ্ধ শেষ করতে যেকোনও শান্তি চুক্তিতেই ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখতে হবে। অন্যদিকে রাশিয়ার জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের অবসানে যেকোনও চুক্তিতেই ভূখণ্ডের প্রশ্নটি মৌলিক বিষয় হিসেবে থাকবে।

 উল্লেখ্য, আগামী রবিবার আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের আলোচকরা আবার বৈঠক করবেন, যেখানে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও অংশ নিতে পারেন। গত সপ্তাহের আলোচনার পর মার্কিন দূতরা আশা প্রকাশ করেছেন যে শিগগিরই সমঝোতা সম্ভব।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155605