খুলনায় প্রকাশ্যে গুলি, মাছ ব্যবসায়ী আহত
খুলনায় দুর্বৃত্তের গুলিতে মামুন অর রশিদ ওরফে বাবু (৩৮) নামে এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর পূর্ব রূপসার মীনা বাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় মামুন অর রশিদকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তিনি খুলনা নগরীর নতুন বাজার এলাকার আবু বক্করের ছেলে।
রূপসা থানার সহকারী উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মামুন অর রশিদ পূর্ব রূপসার মীনা বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলি তার বাম কাঁধে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও জানান, কী কারণে তাকে গুলি করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।