নেইমারের মাঠে ফেরা নিয়ে যা জানালেন সান্তোস কোচ 

নেইমারের মাঠে ফেরা নিয়ে যা জানালেন সান্তোস কোচ 

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তনের ক্ষণ ঘনিয়ে এসেছে। হাঁটুর অস্ত্রোপচার শেষে বর্তমানে নিবিড় পুনর্বাসনে থাকা এই তারকা আগামী ৫ ফেব্রুয়ারি সাও পাওলোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচেই সান্তোসের জার্সি গায়ে মাঠে নামতে পারেন তিনি।

 সান্তোস কোচ জুয়ান পাবলো ভজভোডা জানিয়েছেন, নেইমারের ফেরার প্রক্রিয়াটি এখন কেবল সময়ের ব্যাপার। কোরিনথিয়ান্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর সংবাদ সম্মেলনে নেইমার প্রসঙ্গে আশাব্যঞ্জক তথ্য দেন কোচ ভজভোডা। তিনি বলেন, আমরা খুব শিগগিরই নেইমারকে ফিরে পাব। কয়েক দিন বা কয়েক সপ্তাহের বেশি সময় লাগবে না। সে দারুণ পরিশ্রম করছে এবং ইতিমধ্যে ডাবল ট্রেনিং সেশন শুরু করেছে। তার সাথে আমার কথা হয়েছে; অতিরিক্ত পরিশ্রমের কারণে সে কিছুটা ক্লান্ত হলেও মাঠে নামার জন্য সে মানসিকভাবে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।

গত ২২ ডিসেম্বর হাঁটুর মেনিস্কাসের চোট সারাতে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করান ৩৩ বছর বয়সী নেইমার। এর ফলে ২০২৬ মৌসুমের প্রাক-মৌসুম প্রস্তুতির ম্যাচগুলো তিনি মিস করেন। বর্তমানে নিজের ব্যক্তিগত ফিজিও রাফায়েল মার্তিনির তত্ত্বাবধানে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। ব্রাজিলের প্রভাবশালী ক্রীড়া মাধ্যম ‘গ্লোবো এস্পোর্তে’র রিপোর্ট অনুযায়ী, আগামী ২১ দিনে সান্তোসকে মোট ছয়টি ম্যাচ খেলতে হবে। ক্লাব কর্তৃপক্ষ এবং কোচ নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না দেখেই তাকে ধাপে ধাপে পূর্ণ ফিটনেসে ফিরিয়ে আনা হচ্ছে।

ব্রাজিলের ঘরোয়া টুর্নামেন্ট ‘ক্যাম্পেনোতা পাউলিস্তা’ দিয়ে নতুন মৌসুম শুরু করেছে সান্তোস। ভক্তদের অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে সাও পাওলোর বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে নেইমারকে স্কোয়াডে রাখার পরিকল্পনা করছে ক্লাবটি। নেইমার নিজেও ক্লাবকে দ্রুত সাহায্য করতে ব্যাকুল হয়ে আছেন বলে জানিয়েছেন কোচ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155593