দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত ২ 

দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত ২ 

মফস্বল ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে এক মাদরাসা ছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদরাসার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন-বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী খাদিজা মাশমুম। নিহত অন্য ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মাদরাসার সামনে মহাসড়কের পাশে অটোরিকশাটি দাঁড়িয়ে ছিল। এসময় চট্টগ্রামমুখী একটি নিয়ন্ত্রণহীন ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, আমি ওই পথ দিয়ে চট্টগ্রাম যাওয়ার সময় বড়তাকিয়া এলাকায় দুর্ঘটনার বিষয়টি দেখে ফায়ার সার্ভিস ও পুলিশকে দ্রুত খবর দিয়েছি। দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পেয়েছি। তিনজনকে হাসপাতালে নিয়ে গেছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155578