ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ তিতাসের নেতৃত্বে ঐশী-রিফতি

ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ তিতাসের নেতৃত্বে ঐশী-রিফতি

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ ‘তিতাস’-এর কার্যকরী কমিটি নির্বাচন–২০২৬-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে রাইয়ান কবির ঐশী এবং সাধারণ সম্পাদক পদে রিফতি আল জাবেদ নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সুইমিংপুল এলাকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা ও যাচাই-বাছাই সম্পন্ন করে নির্বাচন কমিশন রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে রাইয়ান কবির ঐশী ১৫৮ ভোট পেয়ে বিজয়ী হন, অপরদিকে সুপ্রিম আহমেদ রিদম পান ১৪১ ভোট; বাতিল ভোট ছিল ০২টি। 

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে রিফতি আল জাবেদ ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুনতাসির মাহমুদ পেয়েছেন ১৩০ ভোট।

নবনির্বাচিত সভাপতি রাইয়ান কবির ঐশী ২০১৯–২০ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। অপরদিকে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক রিফতি আল জাবেদ ২০২০–২১ শিক্ষাবর্ষের যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী।

সংগঠনটির সভাপতি রাইয়ান কবির ঐশী জানান, ‘একটি ছাত্র সংগঠন গড়ে উঠতে হবে শিক্ষার্থীদের চাহিদা ও প্রত্যাশাকে কেন্দ্র করে। খেলাধুলা, বৃত্তি, শিক্ষা সফর, নবীন বরণ ও সময়োপযোগী স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে সক্রিয় ও প্রাণবন্ত রাখা জরুরি। অগ্রজ–অনুজ সবার সম্মিলিত সহযোগিতায়ই তিতাসকে আরও শক্তিশালী করে এগিয়ে নিয়ে যেতে চাই।’

সাধারণ সম্পাদক রিফতি আল জাবেদ জানান, ‘তিতাসের সকল ভোটারের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের নির্বাচন সফল হয়েছে—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

তিতাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সনামধন্য জেলা-ভিত্তিক প্ল্যাটফর্ম; এর ঐতিহ্য ধরে রাখতে সবার সমর্থন প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়ে পপুলিজমের বাইরে গিয়ে জেলা ও জেলার মানুষের জন্য গঠনমূলক কাজ করতে চাই।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155566