রাজশাহীতে এসিল্যান্ড অফিসে বিশৃঙ্খলা, যুবকের জেল
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে এসি ল্যান্ড অফিসে বিশৃঙ্খলা করায় এক যুবককে দেড় বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম নাইম আহমেদ (২৫)।
তিনি পুঠিয়ার মাহেন্দ্রা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। রাজশাহীর পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বিষয়টি নিশ্চিত করে জানান, একটি খারিজের জন্য গত রোববার থেকে তার অফিসে এসেছিলেন নাইম আহমেদ। কিন্তু সেদিন জেলা সদরে তার সভা থাকায় সারাদিন তিনি সেখানেই ছিলেন।
পরবর্তীতে আরেকটি সড়ক দুর্ঘটনা নিয়ে বিশৃঙ্খলা হলে সভা শেষে সরাসরি সেখানে চলে যান। ফলে ওইদিন অফিসে যেতে তার রাত হয়ে যায়। গত রোববার অফিসে গিয়ে তাকে না পেয়ে ক্ষুব্ধ হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন নাইম। পরে গতকাল সোমবার বিকেলে নাইম অফিসে প্রবেশ করে পিয়নের সাথে রাগান্বিত হয়ে বলেন, এখানে ভূমি অফিসই থাকবে না।
আর এসি-ল্যান্ড কীভাবে এখানে চাকরি করেন সেটাও তিনি দেখে নেবেন। এ ধরনের ব্যবহারের পর তাকে আটক করা হয়। এরপর দন্ডবিধি ১৮৬০-এর অধীনে ১৮৬ ও ১৮৯ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে দেড় বছর কারাদণ্ড এবং ৫শ’ টাকা জরিমানা করা হয়। পরে সন্ধ্যায় তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155557