সিরাজগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার একটি হত্যা মামলায় স্বামী-স্ত্রী ও তাদের ছেলেসহ ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদন্ড এবং অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (১) আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।  

একই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শামসুজ্জোহা শাহানশাহ জানান, রায় ঘোষণার সময় ছয়জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি চার আসামি পলাতক রয়েছেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কামারখন্দ উপজেলার ময়নাকান্দি গ্রামের আবু সাঈদ, তার স্ত্রী আনোয়ারা বেগম, ছেলে মনির হোসেন, একই গ্রামের সাহেব উদ্দিন, সোহেল রানা, শাহজাহান মন্ডল, শফিকুল ইসলাম, এরশাদ শেখ, রমজান আলী ও আবুল কালাম আজাদ।

মামলার বিবরণে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুজ্জোহা শাহানশাহ জানান, ২০১১ সালে ভিকটিম বদিউজ্জামান ময়নাকান্দি গ্রামের আলমের কাছ থেকে তিন শতক জমি ক্রয় করেন। পরে প্রতিবেশী আবু সাঈদ ওই জমি দখল করে সেখানে বাড়ি নির্মাণ করেন। জমি ছেড়ে দেওয়ার কথা বললে আসামিরা বদিউজ্জামানকে হত্যার হুমকি দেন।

এদিকে জমি সংক্রান্ত বিরোধের পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বদিউজ্জামান আব্দুস সাত্তারকে পরাজিত করে সদস্য নির্বাচিত হওয়ায় আসামিদের সঙ্গে তার বিরোধ আরো তীব্র হয়। ঘটনার দিন ২০১১ সালের ২৪ জুন সকালে বদিউজ্জামান জমির কাগজপত্র নিয়ে আইনজীবীর কার্যালয়ে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরদিন ২৫ জুন সকালে ময়নাকান্দি এলাকার একটি ক্ষেত থেকে পুলিশ বদিউজ্জামানের গলাকাটা মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী রতনা বেগম ওরফে সুফিয়া বাদি হয়ে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155555