রংপুরের তারাগঞ্জে দু’জনকে পিটিয়ে হত্যা, জামিনে বেরিয়ে রুপলালের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে বহুল আলোচিত মুচি সম্প্রদায়ের দু’জনকে গণপিটুনিতে হত্যা মামলার এক আসামি জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নিতে বাদি ও তার ছেলেকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত রুপলালের স্ত্রী ভারতী রাণী গতকাল সোমবার সন্ধ্যায় তারাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ৯ আগস্ট তার স্বামী রুপলাল ও জামাতা প্রদীপ দাসকে চোর সন্দেহে মব সৃষ্টি করে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১০ আগস্ট অজ্ঞাতনামা ৭শ’ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন ভারতী রাণী। পুলিশ তথ্যপ্রযুক্তি ও ভিডিও বিশ্লেষণ করে হত্যার ঘটনায় জড়িত ১২জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে রুবেল পাইকার (৩০) নামে এক আসামি জামিনে বেরিয়ে এসে ২২ জানুয়ারি তারাগঞ্জ বাজারে ভারতী রাণী ও তার ছেলে জয় দাসকে দেখতে পেয়ে মামলা তুলে নিতে হুমকি দেন। ভারতী রানীর সাথে কথা হলে জানান, মামলা তুলে নিতে রাজি না হওয়ায় আসামিরা তাদের গালিগালাজ করার পাশাপাশি বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোসহ হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন।
ছেলে বাইরে দোকান করে সংসার চালায়, সেও খুব ভয়ে আছে। নিরুপায় হয়ে থানায় অভিযোগ দিয়েছি। ছেলে জয় দাস বলেন, বাবাকে পিটিয়ে হত্যার ভিডিওতে রুবেল পাইকার ও সোহাগকে স্পষ্ট দেখা যাচ্ছে। সোহাগ প্রকাশ্যে এলাকায় ঘুরে বেরিয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। রুবেল পাইকারও জামিনে বেরিয়ে এসে মাকে ও আমাকে ভয় দেখাচ্ছে।
এদিকে অভিযুক্ত রুবেল পাইকার এ অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, তারাগঞ্জের মত বাজারে তাদের হুমকি দিলে তারা অবশ্যই লোকজনকে ডাকতো। এসময় তিনি মামলার বাদিকেই চেনেন না বলে জানান। তারাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহমুদ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155549