৫৪ বছর যারা ক্ষমতায় বসেছিল তারা জনগণকে শোষণ করেছে : এটিএম আজহার
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২(বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশে দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়া যায়নি এবং ভবিষ্যতেও গড়া যাবে না। নতুন বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিবাজদের বয়কট করে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বকে নির্বাচিত করতে হবে।
তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী বিগত ৫৪ বছর যারা যখন ক্ষমতায় বসেছে তারা জনগণকে শোষণ ও শাসন করেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শাসক নয় সেবক হবে। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৩৬ জুলাই গণবিপ্লব না হলে আজ এই কথা বলার সুযোগ থাকত না।
তাই বিপ্লবের চেতনা আমাদের লালন করতে হবে। এটিএম আজহার বলেন, দেশে ১৯৭১ সালের পরও জনগণ সত্যিকার মুক্তি পায়নি। ১৯৯১ সালে জামায়াত ১৮টি আসন পাওয়ার পর থেকেই ষড়যন্ত্র শুরু হয়।
২০০১ সালে জনগণের রায় ছিল আমাদের পক্ষে, কিন্তু ২০০৮ সালে দেশ আবার দিশা হারায়। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে রংপুরের বদরগঞ্জে যুব র্যালি শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। র্যালিটি সাহাপুর মাঠ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষষদ সড়কে গিয়ে শেষ হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155546