বগুড়ার আরডিএ’র সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক মতিন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদক’র চার্জশিট
কোর্ট রিপোর্টার : অবৈধ পন্থায় সরকারি ক্ষমতা অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভুত ৭৩ লাখ ৯ হাজার ৪৯৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগ এনে দায়েরকৃত মামলায় পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়ার এর সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক (বর্তমানে অবসরপ্রাপ্ত) এম এ মতিন (৬৫) এবং তার স্ত্রী সাবিনা আফরোজ (৬২) এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনসহ দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদুল ইসলাম তদন্তশেষে গত ২৬ জানুয়ারি স্বাক্ষরিত অভিযোগপত্রে আসামি দ্বয়কে অভিযুক্ত করে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে দাখিল করেন। অভিযোগপত্রে ওই আসামিদ্বয়ের প্রতি গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া জারির জন্য প্রার্থনা জানানো হয়েছে।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক’র সহকারী পরিচালক মো. জাহিদুল ইসলাম গত ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি দুদক বগুড়া জেলা কার্যালয়ে এই মামলা দায়ের করেন। আসামি এম এ মতিন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার নতুন বাজারের মৃত আব্দুল হালিমের ছেলে এবং ওই আসামিদ্বয়ের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা মহানগরীর রমনার ১৩১ নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার ফ্লাট নং ৪/বি উল্লেখ করা হয়েছে।
অভিযেগে উল্লেখ করা হয়েছে যে, দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে ৭৩ লাখ ৯ হাজার ৪৯৫ টাকা মুল্যের সম্পদের তথ্য গোপন করে মিথ্যা হিসাব ও ভিত্তিহীন ঘোষনা বিবৃতি প্রদান করে। এম এ মতিন পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়ায় কর্মরত থাকা অবস্থায় অবৈধ পন্থায় সরকারি ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রীর নামে জ্ঞাত আয় বহিভুত সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনের অপরাধ করেছেন মর্মে অভিযোগ পত্রে বলা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155544