বগুড়ার শেরপুরে সেনাবাহিনীর অভিযানে মদসহ ২ কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদ এবং বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জামাদিসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) শেরপুর এলাকায় মাদক নির্মূল এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে শেরপুর সেনা ক্যাম্পের মেজর শাহরুখ এর নেতৃত্বে একটি টহল দল উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে রামচন্দ্রপুর এলাকার রাজিব বাসফোঁর, ও হৃদয় বাসফোঁরকে গ্রেফতার করে।
একইসাথে ১২ বোতল দেশীয় মদ ও ২ হাজারটি মদের নতুন খালি বোতল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত সরঞ্জামাদি যথাযথ প্রক্রিয়ায় শেরপুর থানায় হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর এ ধরনের অভিযানে স্থানীয় জনগণের মাঝে ও ইতিবাচক প্রভাব ফেলেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155542