ধানের শীষ গণমানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক: শামা ওবায়েদ

ধানের শীষ গণমানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক: শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ধানের শীষ এ দেশের গণমানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক। গত ১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। এবার তারা উৎসবমুখর পরিবেশে ভোট দেবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।

 

মঙ্গলবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শান্তি ও ঐক্যের আহ্বান শামা ওবায়েদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা সমাজে শান্তি চাই। সবাই মিলেমিশে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। কোনো ধরনের মারামারি ও সংঘর্ষে কেউ জড়াবেন না। আমি সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব।

তিনি আরও বলেন, ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা পৌঁছে দিতে হবে।

নেতাকর্মীদের উপস্থিতি সাবেক প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় বৈঠকে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট গোলজার হোসেন মৃধা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155538