চাঁপাইনবাবগঞ্জে তুচ্ছ ঘটনায় জেলেকে পিটিয়ে হত্যা, নারীসহ আটক ৭

চাঁপাইনবাবগঞ্জে তুচ্ছ ঘটনায় জেলেকে পিটিয়ে হত্যা, নারীসহ আটক ৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহরের ১নং ওয়ার্ডের প্রান্তিকপাড়া জিয়ানগর মহল্লায় পৌরসভার সরবরাহকৃত পানি সংগ্রহকে কেন্দ্র করে নারীদের ঝগড়ার জেরে প্রতিপক্ষের গাছের ডালের আঘাতে নাসির উদ্দিন বাসু (৫০) নামে এক জেলে নিহত হয়েছেন। তিনি ওই মহল্লার মৃত আখতার মুন্সির ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে তিন নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

নিহতের পরিবার, মহল্লাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে  মহল্লার জন্য স্থাপিত পৌর পানি সরবরাহ কলে পানি সংগ্রহ করছিলেন ওই মহল্লার এরশাদের ছেলে অটোচালক বাবুর (২৫) স্ত্রী নুরী। একই সময় পানি সংগ্রহে আসা বাসুর শ্যালিকা লাইলির সাথে তার মারামরি হয়। নিহত বাসু ওই মারামারি থামিয়ে বাড়ি চলে আসেন।

পরে নুরী তার বাবার বাড়িতে খবর দিলে তার স্বজনরা এসে বাড়ির পাশেই বাসুর ওপর চড়াও হয়। এক পর্যায়ে ঘাড়ে ডালের আঘতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বাসু। স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর পুলিশ বাবু, তার স্ত্রী নুরী, মা খোদেজা, শাশুড়িসহ চারজনকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। এছাড়া ঘটনার পর পুলিশ হাসপাতাল থেকেও নুরুীর তিন স্বজনকে আটক করে। তারা বাসুর সাথে ধস্তাধস্তিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিল বলে পুলিশের দাবি করা হলেও, বাসুর পরিবারের অভিযোগ তারা হুমকি দিতে হাসপাতালে যান।

নিহতের পরিবারের অভিযোগ, বাবুর সাথে বাসুর পূর্বশত্রুতা ছিল। এর আগেও এ নিয়ে কয়েক দফা বাসুর ওপর হামলা হয় ও হুমকি দেওয়া হয় বলে দাবি করেন বাসুর বোন মনোয়ারা বেগম (৫৬) ও  হাসনারা (৩৪)। এ নিয়ে পুলিশেও অভিযোগ রয়েছে।

এদিকে মহল্লাবাসীর অভিযোগ, বস্তির মহল্লাটি মাদকের আখড়া। মাদক ব্যবসা নিয়ে কারও সাথে বাসুর শত্রুতা ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, পানি সংগ্রহের মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির জেরে বাসু নিহত হন।

এর সাথে কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। র‌্যাব ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155529