রংপুরে অটোচালক হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার

রংপুরে অটোচালক হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর নগরীর তাঁতিপাড়া এলাকায় অটোচালক আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আসামি বিজয়কে গ্রেফতার করেছে মেট্রোপলিটন ডিবি পুলিশ। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন ডিবি পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী।

মেট্রোপলিটন ডিবি পুলিশ জানায়, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশনায় ডিবি বিভাগের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যাকাণ্ডের মূল আসামি কামাল কাছনা বৈরাগীপাড়ার বিশু মোহান্তের ছেলে বিজয় মোহান্তকে(৩১) আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে তারাগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্য বিষয় তদন্তাধীন রয়েছে। মেট্রোপলিটন ডিবি পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী জানান, নগরবাসীর জানমাল রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং যে কোনো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155524