দিনাজপুরের খানসামায় সুপার গ্রিন জাতের লাউ চাষে দৃষ্টান্ত স্থাপন আমিনুলের

দিনাজপুরের খানসামায় সুপার গ্রিন জাতের লাউ চাষে দৃষ্টান্ত স্থাপন আমিনুলের

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার বাশুলী গ্রামের কৃষক আমিনুল ইসলাম সুপার গ্রিন জাতের লাউ চাষ করে এলাকায় সফলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আধুনিক ও জৈব পদ্ধতিতে চাষ করা এই লাউ ইতোমধ্যে বাজারে ভালো সাড়া ফেলেছে। অল্প খরচে বেশি লাভ হওয়ায় তার এই উদ্যোগ স্থানীয় কৃষকদের মাঝেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খানসামা, দিনাজপুরের মাধ্যমে জৈব ও আধুনিক পদ্ধতিতে সবজি উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এ কার্যক্রমের আওতায় সুপার গ্রিন জাতের লাউ চাষ করে কৃষক আমিনুল ইসলাম উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন।

কৃষক আমিনুল ইসলাম জানান, চলতি মৌসুমে তিনি মোট ১০০ শতক জমিতে সুপার গ্রিন জাতের লাউ চাষ করেছেন। এরমধ্যে ২০ শতক জমিতে জৈব পদ্ধতিতে প্রদর্শনী কার্যক্রম পরিচালিত হচ্ছে। লাউ চাষে তার মোট ব্যয় হয়েছে প্রায় ৫০ হাজার টাকা।

তিনি আরও জানান, কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী জৈব সার ও পরিবেশবান্ধব বালাই দমন পদ্ধতি ব্যবহার করেছেন। সুপার গ্রিন জাতের লাউ দেখতে আকর্ষণীয়, আকারে বড় এবং ওজন বেশি হওয়ায় বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে ক্ষেত থেকে লাউ সংগ্রহ করে বাজারে বিক্রি করে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা আয় করেছেন। জমিতে এখনও পর্যাপ্ত পরিমাণ লাউ রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাকি ফলন বিক্রি করে আরও ২ থেকে ৩ লাখ টাকা আয় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্থানীয় বাজারে গিয়ে দেখা যায়, সাধারণ লাউয়ের তুলনায় সুপার গ্রিন জাতের লাউ ক্রেতাদের বেশি আকৃষ্ট করছে। পাইকার ও খুচরা ব্যবসায়ীরা ক্ষেত থেকেই লাউ কিনে নিচ্ছেন। এতে পরিবহন খরচ কমছে এবং কৃষকরাও ন্যায্যমূল্য পাচ্ছেন। স্থানীয় কৃষকরা জানান, আমিনুল ইসলামের এই সাফল্য দেখে তারা অনেকেই আগামী মৌসুমে সুপার গ্রিন জাতের লাউ ও অন্যান্য সবজি চাষে আগ্রহী।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইয়াসমিন আক্তার জানান, সুপার গ্রিন জাতের লাউ একটি উচ্চ ফলনশীল জাত। রোগবালাই তুলনামূলক কম হওয়ায় এই জাতের লাউ চাষে ঝুঁকি কম থাকে। সঠিক সময়ে চাষ ও নিয়মিত পরিচর্যা করলে অল্প জমিতেও কৃষকরা ভালো লাভ করতে পারেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155521