নিখোঁজের তিন দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর পাঁচ বছরের শিশু মো. রাইয়ান মল্লিকের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চাচা, চাচি ও চাচাতো ভাইসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাইয়ানের চাচা মো. মিজান মল্লিক (৪২), চাচাতো ভাই মো. রিয়াদ মল্লিক (১৯), চাচি পারভীন বেগম এবং মো. সাইদুল ইসলাম (৩৬)।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
নিহত রাইয়ান মল্লিক ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামের প্রবাসী রাসেল মল্লিকের ছেলে। সে স্থানীয় পশারিবুনিয়া আফছারিয়া নূরানী কিন্ডারগার্টেনে শিশু শ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার বিকেলে রাইয়ান বাড়ি থেকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে তার মা তন্নী আক্তার ভাণ্ডারিয়া থানায় একটি অভিযোগ করেন। এরপর ভাণ্ডারিয়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অনুসন্ধান শুরু করে।
অনুসন্ধানের একপর্যায়ে সোমবার রাত ১২টার দিকে প্রতিবেশী এক গৃহস্থের গোয়ালঘরের খড়ের গাদার ভেতর থেকে বস্তাভর্তি অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে রাইয়ানকে চাচার পরিবারের সদস্যরা হত্যা করে লাশ গোপন করে রাখে।
পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী বলেন, একটি চিরকুটের সূত্র ধরে রিয়াদ মল্লিককে জিজ্ঞাসাবাদ করা হলে সে ভিকটিমের অবস্থান সম্পর্কে তথ্য দেয়। পরে তার দেখানো মতে একটি গোয়ালঘরের খড়ের গাদা থেকে রাইয়ানের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155519