জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখবে : কৃষ্ণনন্দী
জামায়াত ক্ষমতায় এলে মুসলমানরা হিন্দুদের এদেশে জামাই আদরে রাখবে বলে জানিয়েছেন খুলনা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সনাতন ধর্মের প্রার্থী কৃষ্ণ নন্দী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ৩টায় খুলনা সার্কিট হাউস মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
কৃষ্ণ নন্দী বলেন, অনেকে বলেন জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা এদেশে থাকতে পারবে না। কিন্তু জামায়াত ক্ষমতায় এলে মুসলমানরা হিন্দুদের এদেশে জামাই আদরে রাখবে। একজন হিন্দুকেও ভারতে যেতে হবে না।
ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জামায়াত কখনো ভোট কেনার জন্য বিকাশে টাকা দেয় না।
খুলনার সার্কিট হাউসে খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের আমির ডা. শফিকুর রহমান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155518