বগুড়ার শিবগঞ্জে এমপি প্রার্থী মীর শাহে আলমের উঠান বৈঠক ও নির্বাচনি সভা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-২ শিবগঞ্জ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলম তার নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ, উঠান বৈঠক ও ছোট ছোট পথসভা করেন। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে তিনি শিবগঞ্জ সদর ইউনিয়নের আমতলী বন্দর, রথবাড়ী, শহরতলী, গণেশপুর ও হরিরামপুর, চলনাকাথী, জাবারীপুর, চানপুরসহ মোকামতলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঠান বৈঠক করেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড, আব্দুল ওহাব, অধ্যাপক নজরুল ইসলাম, মাস্টার হারুনুর রশিদ, মামুন তালুকদার, রোকন উদৌলা রুবেল, মীর শাকরুল আলম সীমান্ত, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফাহিমা বেগম, যুবদল নেতা খালিদ হাসান আরমান প্রমুখ।
বিকেলে শিবগঞ্জ সদর ইউনিয়নের গুজিয়া স্কুল মাঠে দেউলী উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক ২টি নির্বাচনী জনসভায় এমপি প্রার্থী মীর শাহে আলম প্রধান অতিথির বক্তব্য রাখেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155502