ভারতে রুপা পাচারের সময় গ্রেপ্তার ৪
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোরে সাড়ে দশ কেজি রুপা ও এক বোতল বিদেশি মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত রুপার বাজারমূল্য আনুমানিক ৬৫ লাখ ১০ হাজার টাকা।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর ৫টার সময় যশোর সদর উপজেলার দাইতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের সন্তোষ কুমারের ছেলে তরুণ কুমার রায় (৪৭), একই উপজেলার আলাইপুর গ্রামের নূর হোসেন মোড়লের ছেলে শিমুল মোড়ল, ভাদিয়ালি গ্রামের আলফাজ আলী সরদারের ছেলে শামীম হোসেন এবং যশোর সদর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আজিবার হোসেনের ছেলে আওয়াল হোসেন।
যশোর বিজিবির (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই চারজনকে আটক করে। তাদের ব্যাগ তল্লাশি করে ১০.৫ কেজি রুপা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত রুপার বাজারমূল্য আনুমানিক ৬৫ লাখ ১০ হাজার টাকা। এই ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে তারা ঢাকা থেকে রুপা সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর হয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। তবে তাদের মধ্যে একজন এক বোতল বিদেশি মদ নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন।