অতীতের মতো কেন্দ্র দখল বা ভোট কারচুপির কোনো সুযোগ আর নেই: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশে ভোট চুরির রাজনীতি হাসিনার পালানোর পর পর শেষ হয়ে গেছে। যারা এই ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করবে তাদেরকেও হাসিনার পরিণতি ভোগ করতে হবে। দেশে ভোটাধিকার রক্ষায় জনগণকেই সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি দাবি করেন, অতীতের মতো কেন্দ্র দখল বা ভোট কারচুপির কোনো সুযোগ আর নেই এবং এ ধরনের চেষ্টা করলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ঘোষাই বাড়ি মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনের সময় কিছু মহল ভোটকেন্দ্র ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করতে পারে—এমন আশঙ্কা থেকেই ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। তিনি বলেন, ভোটের দিন সাধারণ মানুষই হবে ভোটকেন্দ্রের প্রকৃত পাহারাদার। জনগণের সক্রিয় উপস্থিতিই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, অতীতে যারা গণআন্দোলনে অংশ নিয়ে রাজপথে থেকেছেন, তারাই এবার ভোটাধিকার রক্ষার দায়িত্ব পালন করবেন। সমাজের সব স্তরের
গণভোট প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, একটি পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। তিনি দাবি করেন, ‘হ্যাঁ ভোট’ নিয়ে যেসব অপপ্রচার করা হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আসন্ন নির্বাচনে ব্যালটে দুটি সিদ্ধান্ত থাকবে—একটি সংসদীয় প্রার্থী নির্বাচন এবং আরেকটি গণভোট। ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা জনগণের সেই সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি জামসেদ হোসেন, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির মো. শহীদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শরীফুল ইসলাম সরকার, খেলাফত মজলিস নেতা মাওলানা মো. মোফাজ্জল হোসেন, উপজেলা এনসিপির সার্চ কমিটির সভাপতি ইসমাঈল হোসেন, সুবিল ইউনিয়ন জামায়াতের আমির তাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।
মানুষ—বিশেষ করে নারীদের ভূমিকাও তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155476