চাঁদাবাজির অভিযোগ অস্বীকার আরিফ ফয়সালের,  প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দায়ের

চাঁদাবাজির অভিযোগ অস্বীকার আরিফ ফয়সালের,  প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দায়ের
ঢাবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু ) ও শিবির কর্তৃক উত্থাপিত চাঁদাবাজির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত আরিফ ফয়সাল। একই সঙ্গে অভিযোগে  ভুক্তভুগি হিসেবে উল্লেখ করা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীও চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি বলে স্পষ্টভাবে জানিয়েছেন।
 
আরিফ ফয়সাল ও সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, ঘটনাটি কোনো চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত নয়; বরং এটি ব্যক্তিগত মনোমালিন্য ও ভুল বোঝাবুঝি থেকে সৃষ্ট একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা পরবর্তীতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে।
 
আরিফ ফয়সাল অভিযোগ করেন, শিবির পরিকল্পিতভাবে এ ঘটনাকে ব্যবহার করে তার বিরুদ্ধে ধারাবাহিক মানহানিকর অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যা তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে। বিষয়টি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
 
এই প্রেক্ষিতে শিবিরের অব্যাহত অপপ্রচার ও মানহানির বিরুদ্ধে আইনি সুরক্ষা চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন আরিফ ফয়সাল। অভিযোগপত্রে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।
 
এদিকে সংশ্লিষ্ট  ভুক্তভুগি শিক্ষার্থীও ফেসবুকে  দেওয়া এক ভিডিও বার্তায়  জানান, তার কাছ থেকে কোনো ধরনের চাঁদা দাবি করা হয়নি। এটা একটা ভুল বোঝাবুঝি ছিল।এবং ঘটনার সঙ্গে চাঁদাবাজির অভিযোগের কোনো সম্পর্ক নেই।
 
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155473