‘চায়ের চুমুকে’ ফাহমিদা নবী-জয় শাহরিয়ার

‘চায়ের চুমুকে’ ফাহমিদা নবী-জয় শাহরিয়ার

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের নন্দিত জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী ও এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক জয় শাহরিয়ারকে নিয়ে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার অনন্যা রুমা একটি গান করার উদ্যোগ নিয়েছেন।

মূলত কয়েকদিন আগে রাজধানীর ধানমণ্ডিতে অনন্যা রুমারই খাবারের দোকান ‘চাওয়ালী’তে বসে গল্প আড্ডায় হঠাৎ একটি গানের পরিকল্পনা করা হয়। গল্প শেষে এই গান লেখার দায়িত্ব বর্তায় মেধাবী গীতিকার সোমেশ্বর অলি’র উপর। অলি লিখলেন ‘চায়ের চুমুকে’ শিরোনামের গান। সুর সঙ্গীত করলেন জয় শাহরিয়ার।

গত রবিবার রাজধানীর মগবাজারে জয় শাহরিয়ারের স্টুডিও ‘আজব রেকর্ডস’এ গানটিতে কন্ঠ দেন ফাহমিদা নবী। একই গানে কন্ঠ দিয়েছেন জয় শাহরিয়ারও। শিগগিরই গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হবে।

অনন্যা রুমা বলেন,‘ সত্যি বলতে কী হঠাৎ করেই ফাহমিদা আপার সঙ্গে এই গানের পরিকল্পনা করা। চায়ের চুমুক আসলে আমাদের সবারই ভালোলাগার ভালোবাসার একটি কাজ। সবাই যার যার অবস্থান থেকে একটি সুন্দর গান শ্রোতা দর্শককে উপহার দিতে চেষ্টা করছি। আমি বিশেষত কৃতজ্ঞ ফাহমিদা আপা, জয় ও অলির কাছে আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য।’

ফাহিমদা নবী বলেন,‘ ভালোবাসতে মানুষকে উৎসাহিত করতে, ভালো থাকতে-সুন্দর মতো করে থাকতে, জীবন যাপন করতে উৎসাহ দিতেই আসলে এই গান করা। অনন্যা রুমাই মূলত এই গান সৃষ্টির উদ্যোক্তা। বিশেষ ধন্যবাদ তার প্রতি।’

জয় শাহরিয়ার বলেন,‘ ফাহমিদা আপার সঙ্গে কাজ করছি আমি দীর্ঘদিন ধরেই। আমার একান্তই নিজের মানুষদের একজন তিনি। আপার আদরের ছোট ভাই। আমি। আপার সঙ্গে দীর্ঘদিন ধরেই নতুন কাজ হচ্ছিলো না। অবশেষে চায়ের চুমুক গানটি হয়েগেলো। আর আমি সাধারনত অন্য কোনো গীতিাকারের গানে কাজ করিনা। কিন্তু অলি আমার খুউব কাছের বন্ধু। তার লেখা আমার খুউব পছন্দ। বাণিজ্যের কথা ভেবে এই গান করা হয়নি। আমরা চারজন মানুষ আনন্দের জায়গা থেকে ভালোলাগার জায়গা থেকে শুধুই শ্রোতা দর্শকের ভালোলাগার কথা ভেবেই এই গান করছি।’

আগামী ভালোবাসা দিবসে গানটি প্রকাশ পাবে বলে জানালেন অনন্যা রুমা। জয় শাহরিয়ারের সুরে ফাহমিদা নবী ‘কতো না আমার তুমি’, ‘শ্রাবণ’,‘ না হয় শুধু এতোটুকু হোক’সহ আরো বেশ কিছু গান গেয়েছেন। ছোটবেলা থেকেই গানের সুর করছেন জয় শাহরিয়ার। তবে পেশাগতভাবে গানের সুর করছেন ২০০৬ সাল থেকে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155470