২৪ কোটি টাকা মূল্যের ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

২৪ কোটি টাকা মূল্যের ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৪ কোটি টাকা মূল্যের ৬ লাখ ৩০ হাজার ইয়াবা ও ১০ কেজি হেরোইন উদ্ধার করেছে র‍্যাব। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে র‍্যাব-১৫ কক্সবাজার ক্যাম্প কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান।

তিনি জানান, সাগরপথে পাচার করা মাদকের একটি বড় চালান মজুদের গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকায় সাগর উপকূলসংলগ্ন প্যারাবনে র‍্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

র‍্যাব জানায়, প্যারাবনের ভেতরে বালিচাপা অবস্থায় প্লাস্টিকের চটের দুটি বস্তা উদ্ধার করা হয়। বস্তা দুটি খুলে ৬ লাখ ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি হেরোইন পাওয়া যায়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।

আটকরা হলেন—চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে মো. ইসমাইল (৪৩) এবং উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত সাবের আহমেদের ছেলে নজরুল ইসলাম (৪২)।

র‍্যাব-১৫ অধিনায়ক জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155462