নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে যৌথবাহিনীর মহড়া
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে যৌথ নিরাপত্তা মহড়া দিয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব।

আজ বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কালাই উপজেলা পরিষদ চত্বর থেকে এ মহড়া শুরু করে মাঠ পর্যায়ে যায়। জানা গেছে, জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ রাখতে এ মহড়া পরিচালনা করা হয়। মহড়া পরিচালনায় ছিলেন-কালাই ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর শাফকাত হাসান নুর।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোছা. শামীম আরা, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমানসহ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155458