বার্সা’র নক্ষত্র এখন পিএসজি’র, ক্ষুব্ধ ক্লাব সভাপতি

বার্সা’র নক্ষত্র এখন পিএসজি’র, ক্ষুব্ধ ক্লাব সভাপতি

স্পোর্টস ডেস্ক : বার্সা’র অন্যতম উজ্জ্বল প্রতিভাবান ফুটবলারের সঙ্গে চুক্তি সম্পন্ন করল প্যারিস সেন্ট জার্মেই। দ্রো ফের্নান্দেজের সঙ্গে ৮২ লাখ ইউরোতে হওয়া এই বিতর্কিত দলবদল কাতালুনিয়াতে ক্ষোভের জন্ম দিয়েছে। বার্সা প্রেসিডেন্ট এই কিশোরের বিরুদ্ধে মৌখিক চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছেন এবং এই দলবদলকে ‘অপ্রীতিকর’ বিস্ময় আখ্যা দিয়েছেন।

পিএসজি গতকাল (সোমবার) বার্সেলোনা থেকে ফের্নান্দেজের সঙ্গে চুক্তি সম্পন্ন করার ঘোষণা দেয়। এই মিডফিল্ডার ২৭ নম্বর জার্সি পরবেন এবং তার চুক্তি ২০৩০ সাল পর্যন্ত। তিনি ক্লাবের মিডিয়াকে বলেছেন, ‘আমি খুব খুশি এবং প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দিতে পেরে খুব গর্বিত। আমার ও আমার পরিবারের জন্য এটি বিশাল গর্বের মুহূর্ত। পিএসজি একটি বড় ক্লাব, যাকে আমি ছোটবেলা থেকে অনুসরণ করেছি এবং যেখানে কিছু লিজেন্ড ইতিহাস গড়েছে। ঠিক এখন আমি সত্যিই অনেক রোমাঞ্চিত এবং খেলতে ও এই জার্সিতে সবকিছু দিতে আমি মুখিয়ে।’

কয়েক বছর ধরে চলা বার্সেলোনা ও পিএসজি’র সম্পর্কের তিক্ততা আরও বাড়িয়ে দিয়েছে এই চুক্তি। লামিনে ইয়ামালের পর লা মাসিয়া থেকে উঠে আসা ফের্নান্দেজকে নিয়ে পরিকল্পনা ছিল কাতালানদের। হুট করে এই অ্যাটাকিং মিডফিল্ডারকে হারানো তাই তাদের জন্য বিব্রতকর। বার্সা প্রেসিডেন্ট লাপোর্তা কাতালুনিয়া রেডিও-র কাছে দেওয়া বক্তব্যে হতাশা লুকাননি, যখন সবকিছু বন্ধ হবে, তখন আমরা কথা বলব। এটা অপ্রীতিকর পরিস্থিতি। এটা বিস্ময়কর কারণ দ্রোকে নিয়ে আমরা একটি নতুন সমাধানের ব্যাপারে সম্মত ছিলাম, যখন তার বয়স ১৮ হবে। আকস্মিকভাবে তার এজেন্ট আমাদের বলল সে তার মৌখিক চুক্তি রক্ষা করতে পারবে না।

গত ছয় মাস ধরে ফের্নান্দেজের অগ্রগতি লক্ষণীয়। তাকে ঘিরে পরিকল্পনা তৈরি করছিল বার্সা। প্রথম দলের সেটআপেও তার অন্তর্ভুক্তি বাড়ছিল। দক্ষিণ কোরিয়ায় বার্সা’র প্রাক মৌসুম সফরে সিনিয়র স্কোয়াডে ছিলেন তিনি। ক্লাবের তারকাদের সঙ্গে ট্রেনিং করেছেন। প্রতিযোগিতামূলক ম্যাচে খেলার জন্য অপেক্ষা লম্বা হয়নি। গত সেপ্টেম্বরে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ গোলে কষ্টের জয়ের ম্যাচে লা লিগা অভিষেক হয়েছিল তার। পরের মাসে চ্যাম্পিয়নস লিগেও অভিষেক হয়। অলিম্পিয়াকোসের বিপক্ষে ৬-১ গোলের জয়ে একটি গোলও বানিয়ে দেন তিনি। এখন পর্যন্ত বার্সা’র হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন ফের্নান্দেজ, যার চারটি লা লিগাতে। প্রথম দলের সঙ্গে এত দ্রুত মানিয়ে নিয়ে প্রভাব ফেলা এক ফুটবলারকে মাঝপথেই হারানো বার্সার জন্য একপ্রকারের ব্যর্থতা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155456