জয়পুরহাটের আক্কেলপুরে ট্রাকের ধাক্কায় বগুড়ার সবজি ব্যবসায়ী নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রাকের ধাক্কায় বগুড়ার সবজি ব্যবসায়ী নিহত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী কাচাঁসবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। 

গত সোমবার সকালে সবজি ব্যবসায়ী সোহাগ চন্দ্র (২৫) আক্কেলপুর থেকে সবজি কিনে বগুড়ায় যাওয়ার পথে উপজেলার পূর্ণ গোপীনাথপুর মোড়ে সামনের দিক থেকে আসা একটি ট্রাক তাকে বহনকারী অটোরিকশাটিকে ধাক্কা দিলে সোহাগ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোহাগ বগুড়া সদরের শশীবদনী গ্রামের মৃত পরেশ চন্দ্রের ছেলে। 

সোহাগের ভাই সজল কুমার বলেন, বগুড়াতে তার ভাইয়ের সবজির দোকান রয়েছে। সে প্রতিদিন আক্কেলপুরে এসে কাচাঁ সবজি কিনে তার দোকানে নিয়ে যায়। গত সোমবার ভোর ৬টার দিকে সে সবজি নিয়ে বগুড়া যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। আমরা খবর পেয়ে আক্কেলপুর হাসপাতালে এসে দেখি সে মারা গেছে।  আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155454