বাংলাদেশ ইস্যুতে আইসিসিকে ধুয়ে দিলেন ইউসুফ-আফ্রিদি
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় আইসিসিকে ধুয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। তার পাশাপাশি হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।
নিরাপত্তার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে যেতে চায়নি বাংলাদেশ। আর বিসিবি’র এমন সিদ্ধান্ত মেনে নিয়ে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। আর আইসিসি’র এমন সিদ্ধান্তে কঠোর সমালোচনা করেছেন মোহাম্মদ ইউসুফ। পাকিস্তানি এই কিংবদন্তি সোমবার (২৬ জানুয়ারি) রাতে তার এক্স হ্যান্ডলে করা পোস্টে লেখেন, ‘নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মিলিত ক্রিকেট দর্শকসংখ্যার প্রায় সমান দর্শক রয়েছে বাংলাদেশের একারই। ১০টি দেশ মিলে : ১৭ কোটি ৮০ লাখ (দর্শক)। বাংলাদেশ : ১৭ কোটি ৬০ লাখ (দর্শক)।’
একই পোস্টে ইউসুফ এরপর লেখেন, ‘একটি খেলা যা বৈশ্বিকভাবে দর্শকদের ওপর নির্ভরশীল, সেখানে বাংলাদেশের নিরাপত্তাজনিত ন্যায়সংগত উদ্বেগকে উপেক্ষা করা (আইসিসি’র) ধারাবাহিকতা ও শাসনব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যখন বেছে বেছে সুবিধা দেওয়া হয়, তখন ন্যায়পরায়ণতা হারিয়ে যায়। ক্রিকেটকে প্রভাব নয়, নীতি অনুযায়ী পরিচালনা করতে হবে।’
এর আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিও তার হতাশা প্রকাশ করেন এবং ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারতের পাকিস্তান সফর না করার সিদ্ধান্তের সঙ্গে বর্তমান বাংলাদেশের পরিস্থিতির তুলনা টানেন। এক্স-এ আফ্রিদি লেখেন, ‘বাংলাদেশে এবং আইসিসি ইভেন্টে খেলা একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আজ আইসিসি’র এই অসঙ্গত আচরণে আমি গভীরভাবে হতাশ। ২০২৫ সালে পাকিস্তান সফরে না যাওয়ার ক্ষেত্রে ভারতের নিরাপত্তা উদ্বেগ আইসিসি মেনে নিয়েছে, অথচ বাংলাদেশের ক্ষেত্রে একই ধরনের বোঝাপড়া দেখানো হচ্ছে না।’
সাবেক বিস্ফোরক এই অলরাউন্ডার বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রতি (মানুষের) আস্থা ধরে রাখতে সিদ্ধান্ত গ্রহণে সমতা ও একই অবস্থান অত্যন্ত জরুরি। ন্যায্যতাই বৈশ্বিক ক্রিকেট পরিচালনার ভিত্তি। বাংলাদেশের খেলোয়াড় ও তাদের কোটি কোটি সমর্থক সম্মান পাওয়ার যোগ্য, দ্বৈত মানদণ্ড নয়। আইসিসি’র উচিত সেতুবন্ধন তৈরি করা, বিভাজন নয়।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155450