যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপ নিজেকে রক্ষা করতে পারবে না : ন্যাটো প্রধান
আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটো মহাসচিব মার্ক রুটে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপ নিজেকে নিরাপদ রাখতে পারবে না। গ্রিনল্যান্ড ইস্যুতে উত্তেজনার পর ইউরোপীয় দেশগুলোর ওপর নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর আহ্বান জানাতে গিয়ে রুট এই মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বায়ত্তশাসিত ড্যানিশ ভূখণ্ড গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছিলেন, যা ট্রান্স-আটলান্টিক জোটে উত্তেজনা তৈরি করেছিল। তবে রুটের সঙ্গে আলোচনার পর ট্রাম্প তার অবস্থান থেকে সরে আসেন। ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টে আইনপ্রণেতাদের উদ্দেশে রুটে বলেন, এখানে যদি কেউ মনে করেন ইউরোপ বা ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র ছাড়া নিজেদের রক্ষা করতে পারবে, তাহলে তারা স্বপ্ন দেখতেই থাকুন। এটা সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, ন্যাটো সদস্য দেশগুলোকে তাদের সামরিক ব্যয় বাড়াতে হবে, পারমাণবিক প্রতিরক্ষা গড়ে তুলতে হবে এবং স্বাধীনতার চূড়ান্ত নিশ্চয়তা বজায় রাখতে হবে।
রুটের বক্তব্যে ট্রাম্পের প্রশংসাও করা হয়, বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ক্ষেত্রে। তিনি ইউরোপীয় প্রতিরক্ষা বাহিনী গঠনের প্রস্তাবকেও কার্যত নাকচ করে দেন, উল্লেখ করে, এতে পরিস্থিতি আরও জটিল হবে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা পছন্দ করবেন। গ্রিনল্যান্ড বিষয়ে রুটে বলেন, ন্যাটো আর্কটিক অঞ্চলের প্রতিরক্ষায় আরও দায়িত্ব নেবে, তবে দ্বীপটির নিরাপত্তা নিয়ে আলোচনা গ্রিনল্যান্ড ও ডেনমার্কের অধিকারভুক্ত বিষয়।
রুটে স্মরণ করিয়ে দেন, আফগানিস্তানে ন্যাটো মিত্রদের যে মূল্য দিতে হয়েছে, তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রতি দুজন মার্কিন সেনার আত্মত্যাগের বিপরীতে একজন ন্যাটো মিত্র বা অংশীদার দেশে সেনা ঘরে ফিরতে পারেননি। আমেরিকা এই প্রচেষ্টার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। সূত্র : এএফপি
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155449