বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম

বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম

স্পোর্টস ডেস্ক: আগামী মার্চে এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রয়েছে। এর আগে প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

এর মধ্যে কম্বোডিয়া ও পূর্ব তিমুরের নাম আলোচনায় ছিল। তবে এই দুদলের কারো বিপক্ষেই খেলছে না বাংলাদেশ, হামজাদের প্রতিপক্ষ হিসেবে ভিয়েতনামকে চূড়ান্ত করছে বাফুফে। সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৬ মার্চ ভিয়েতনামে হবে দুদলের ম্যাচটি।এই ম্যাচ খেলেই সিঙ্গাপুর যাবে ফুটবল দল। ৩১ মার্চ সিঙ্গাপুরের কালাংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। গত বছরের ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরু হয়েছিল বাংলাদেশের।

এ পর্যন্ত খেলা ৬ ম্যাচে বাংলাদেশের জয় একটি। ঘরের মাঠে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। এছাড়া দুটি ম্যাচ ড্র হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155431