চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০

চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ঢাকা থেকে আসা ১০ সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন—বাংলাভিশনের ফয়েজ আহমেদ, গাজী টিভির মহসিন কবির, খবর সংযোগের শাহেদ আহমেদ, সাংবাদিক শাখাওয়াত কাউসার ও ক্র্যাবের অফিস সহকারী লাল মিয়াসহ মোট ১০ জন।

জানা যায়, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যরা পরিবারসহ ‘ফ্যামিলি ডে’ উদযাপন শেষে ঢাকায় ফেরার সময় গাড়িতে উঠছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করলে প্রতিবাদ করায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155422