মঙ্গলবার গাজীপুরে যাচ্ছেন তারেক রহমান

মঙ্গলবার গাজীপুরে যাচ্ছেন তারেক রহমান

জনসভায় যোগ দিতে আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাজীপুরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার জানান, মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এ সভায় তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গাজীপুরের দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন।

পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এ জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ ২০ বছর পর তারেক রহমান গাজীপুরে যাচ্ছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155417