বগুড়া-৬ আসনে প্রথম দিন থেকেই ভোটের প্রচার প্রচারনা জমে উঠেছে

বগুড়া-৬ আসনে প্রথম দিন থেকেই ভোটের প্রচার প্রচারনা জমে উঠেছে

স্টাফ রিপোর্টার: প্রথম দিন থেকেই জমে উঠেছে বগুড়া-৬ সদর আসনের নির্বাচনি প্রচারনা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজেই এই আসনের প্রার্থী হওয়ায় আসন্ন নির্বাচনে এই আসনটিকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিএনপির হ্যাভিওয়েট বিএনপির এই প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বি হিসেবে আলোচনায় আসছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবিদুর রহমান।

এছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু নুমান মো. মামুনুর রশিদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদে প্রার্থী দিলরুবা এবং জাতীয় সমাজতান্ত্রিকদল জেএসডির প্রার্থী আবদুল্লাহ আল ওয়াকি।

ত্রয়োদশ জাতীয় সংসদের এবারের নির্বাচনে পোস্টার নিষিদ্ধ থাকায় প্রার্থী ও তাদের প্রতিনিধিরা হ্যান্ডবিল নিয়ে বাড়ি বাড়ি ছুটঠেন। নির্বাচনি কৌশল হিসেবে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা কেন্দ্র কমিটি, গ্রাম কমিটি, বিভিন্ন কমিটির সাব কমিটির মত একাধিক কমিটি গঠন করে দায়িত্ব বন্দন করে নির্বাচনী প্রচার প্রচারনা চালাচ্ছেন। বগুড়া সদর আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলের চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করায় নেতাকর্মীরা বেশ উজ্জীবিত হয়ে নির্বাচনি কাজ করছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান বগুড়া শহর জামায়াতের আমির। তারাও বিভিন্ন কৌশনে নির্বাচনি প্রচারনা চালাচ্ছেন। নির্বাচনি প্রচারনা চালানোর সময় বিভিন্ন প্রতিশ্রুত দিচ্ছেন নেতাকমীরা। সেই সাথে উঠন বৈঠক ও পথ সভাগুলোতে এক দল অপর দলকে ঘায়েলের জন্য বিভিন্ন দোষ ত্রুটি ভোটারদের কাছে তুলে ধরছেন। ফলে নির্বাচনি পরিবেশ ক্রমশ উত্তপ্ত‘র দিকে ধাবিত হচ্ছে।

এদিকে স্কুল কলেজ এবং মাদরাসার শিক্ষকেরা চলতি সংসদ নির্বাচনে প্রচার প্রচারনায় অংশ নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা-কর্মচারি নির্বাচনী প্রচারনায় অংশ না করার জন্য নির্দেশনা দেওয়া হলেও অনেকেই প্রচার প্রচারনায় অংশ নিচ্ছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155409