সিরাজগঞ্জের রায়গঞ্জ হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে

সিরাজগঞ্জের রায়গঞ্জ হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : রায়গঞ্জে হাসপাতালে প্রতিদিন ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে শতাধিক ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। এছাড়াও প্রতিদিন গড়ে শিশুসহ সব বয়সী ১০ জন ডায়রিয়া রোগী জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছেন এবং ভর্তি হচ্ছেন।

উপজেলার ধানগড়া ইউনিয়নের জয়ানপুর গ্রামের রুমানা খাতুনের ছেলে হিমেল (১৫মাস), ধলজান গ্রামের ফজলার রহমান (৫০), একই উপজেলার মালতিনগর গ্রামের জান্নাতি (৩০) ও তাড়াশ উপজেলার কুমাল্লু গ্রামের আহাদের মেয়ে জারামনিসহ (৯মাস) বেশ কিছু রোগী হাসাপাতালে ভর্তি হয়ে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থ হয়ে অনেকই বাড়ি ফিরছেন।

হাসপাতালে ভর্তিকৃত রোগীর স্বজনেরা জানান, বেশকিছু দিন হলো এলাকায় পানিবাহিত ডায়রিয়া রোগ বাড়ছে। গ্রামে সাধারণ চিকিৎসায় এ রোগ ভালো হচ্ছে না। যার ফলে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হচ্ছে।

হাসপাতালে কর্মরত ডাক্তারা জানান, গত মাসের চেয়ে এমাসে নিউমোনিয়া সহ ডায়রিয়া রোগীর সংখা বাড়ছে। কিছু রোগী চিকিৎসা নিচ্ছেন জরুরি বিভাগে আর বেশির ভাগ রোগী ভর্তি করে চিকিৎসা দিতে হচ্ছে। বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার ফারিয়া তাসনিম জানান, শীতের কারণে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগী দিনদিন বাড়ছে।

তবে জরুরি বিভাগ সব সময় খোলা আছে। আমি প্রতিনিয়ত হাসপাতাল মনিটরিং করছি। যাতে রোগীদের চিকিৎসা ক্ষেত্রে কোন ব্যাঘাত না ঘটে। তবে রোগীদের পচাবাঁশি খাবার থেকে বিরত থাকতে হবে। আর শীতের জন্য গরম কাপড় পরিধান করতে হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155406