কুরুচিপূর্ণ বক্তব্যের জবাব মানুষ ব্যালটের মাধ্যমেই দেবে : ব্যারিস্টার পুতুল

কুরুচিপূর্ণ বক্তব্যের জবাব মানুষ ব্যালটের মাধ্যমেই দেবে : ব্যারিস্টার পুতুল

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নির্বাচনি প্রচারণায় বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে আপত্তিকর মন্তব্যে ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা করার পর বিষয়টি নিয়ে কথা বলেছেন ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, কুরুচিপূর্ণ বক্তব্যের জবাব মানুষ ব্যালটের মাধ্যমেই দেবে। এ দেশের জনগণ জানে কীভাবে অশালীন রাজনীতির প্রতিবাদ করতে হয়।

আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামে নির্বাচনি প্রচারণায় গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, নির্বাচনের মাঠে অপপ্রচার, কুরুচিপূর্ণ ভাষা ও ব্যক্তিগত আক্রমণ গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী। এসব দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

প্রসঙ্গত, শনিবার বিকেলে লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনসংলগ্ন কড়ইতলায় স্বতন্ত্র প্রার্থী এড. তাইফুল ইসলাম টিপুর নির্বাচনি সভায় তার সমর্থক নাটোর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য রঞ্জিত কুমার সরকার ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পর শনিবার রাতেই সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না মর্মে মুচলেকা দেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155397