বগুড়ার আদমদীঘিতে ধানের শীষে ভোট চেয়ে যুবদলের গণসংযোগ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদারের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন যুবদলের নেতা-কর্মীরা। গতকাল রোববার বিকেল থেকে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ মার্কার ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন,বগুড়া জেলা যুবদলের অন্যতম সদস্য জিকো তালুকদার, শাহজালাল মাহমুদ চপল, আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক হাজী শামীম আহম্মেদ, যুবদল নেতা কামরান হোসেন, ফজলুল হক সাগর, নজরুল ইসলাম, চাঁপাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মামুন হোসেন, লিটন খান, সুলতান মাহমুদসহ প্রমুখ নেতৃবৃন্দ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155381