জয়পুরহাটের আক্কেলপুরে ধানচাল ক্রয়ে লক্ষমাত্রা অর্জিত

জয়পুরহাটের আক্কেলপুরে ধানচাল ক্রয়ে লক্ষমাত্রা অর্জিত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আক্কেলপুরে  চলতি বছর আমন মৌসুমে ধান চাল ক্রয়ের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, দুটি খাদ্য গুদামে  চলতি বছর আক্কেলপুর উপজেলায় ধান চালের লক্ষ্যমাত্রা ছিল ধান ১২৮ মেট্রিক টন, চাল ২৬৯ মেট্রিক টন। লক্ষ্যমাত্রা অনুযায়ী শতভাগ বাস্তবায়ন হয়েছে।

আক্কেলপুর উপজেলা সদর ও জামালগঞ্জ ধান চাল ক্রয়ের খাদ্য গুদাম রয়েছে। আক্কেলপুর উপজেলা সদরে ২৫শ’ মেট্রিক টন ধারন ক্ষমতা রয়েছে। অপরদিকে জামালগঞ্জ খাদ্য গুদামে রয়েছে ১৫শ’ মেট্রিক টন। আক্কেলপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মাহবুব হোসেন জানান, ধান চাল বেশি কেনার কোন সুযোগ নেই।

এ উপজেলায় উৎপাদনের উপর নির্ভর করে কৃষি বিভাগের টার্গেট অনুযায়ী তা বাস্তবায়ন করা হয়। এ উপজেলার একজন মিলার বলেন, চলতি বছর ধান চালের দাম কিছুটা কম থাকায় খাদ্য ক্রয় অভিযান বাস্তবায়ন হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155372