বগুড়ার দুপচাঁচিয়ায় পেপার মিলসহ দু’টি ফার্ণিচারের ২ লক্ষাধিক টাকা জরিমানা
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত তালোড়া সূচি পাম্প এন্ড পেপার মিলসহ ধাপহাট এলাকার দু’টি ফার্ণিচারের দোকানে অভিযান চালিয়ে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন। আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শাহ্রুখ খান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে এদিন ভ্রাম্যমাণ আদালত, উপজেলা তালোড়া সুভাষ প্রসাদ কানুর মালিকানাধীন সূচি পাম্প এন্ড পেপার মিলে অভিযান চালিয়ে পরিবেশ সংরক্ষন ও বায়ু দূষণ আইনে ২ লাখ টাকা জরিমানা করেন। এছাড়াও উপজেলা সদরের ছোট ধাপ এলাকার আজিজুর ইসলামের ছেলে আইয়ুব আলীর ফার্ণিচারের দোকানে বিভিন্ন ফার্ণিচারে বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে নক্সার সময় অতিরিক্ত শব্দ ও পরিবেশ দূষণের অভিযোগে ৫০ হাজার টাকা ও একই এলাকার আব্দুল বাসেদের ছেলে আল আামিনের ফার্ণিচার দোকানে একই অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান জানান, পরিবেশ সংরক্ষণ ও শব্দ বায়ুদূষণ আইনে পরিবেশ দূষণকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155370