জামায়াত ক্ষমতায় গেলে দেশের সব সেক্টরে বিপ্লব ঘটে যাবে : শফিকুর রহমান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি থেকে ভিখারি পর্যন্ত সবার জন্য একই বিচার হবে। জামায়াত ক্ষমতায় গেলে দেশের সব সেক্টরে বিপ্লব ঘটে যাবে।
আজ সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ায় শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি এবং ভিখারির জন্য একই বিচার হবে। কারও প্রতি অবিচার করা হবে না।গত ১৭ বছর গুমের শিকার পরিবারগুলো এখন পর্যন্ত সবচেয়ে বড় মজলুম। যে জাতি মায়েদের সম্মান করতে পারে না, তারা বিশ্বব্যাপী অপমানিত হয়। আমরা এমন বাংলাদেশ গড়তে যাচ্ছি, যেখানে সবার হাতে সম্মানের কাজ তুলে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ। জামায়াত ক্ষমতায় গেলে দেশের সব সেক্টরে বিপ্লব ঘটে যাবে। কুষ্টিয়া চিনিকল খুলে দেবে ১১ দলীয় ঐক্যের সরকার। তরুণ প্রজন্ম এবং নারীরা পুরনো বস্তাপঁচা রাজনীতিকে আর ফেরাবে না।
তিনি বলেন, নারীদের জন্য বড় শহরে আলাদা বাস সার্ভিস চালু করা হবে। আমাদের এত তালা কেনার টাকা নেই যে ক্ষমতায় গেলে নারীদের ঘরে তালাবদ্ধ করে রাখবো। আমরা নারীদের জন্য নিরাপদ সমাজ এবং কর্মস্থল নিশ্চিত করবো। কেউ যেনো যোগ্যতা অনুযায়ী কোথাও বঞ্চিত না হয় সেই পরিস্থিতি সৃষ্টি করা হবে। এ সময় জামায়া আমির উল্লেখ করেন, পদ্মা-গড়াই এখন আর নদী নয়, মরুভূমি। এই নদী বাঁচিয়ে রাখার টাকা মুখ দিয়ে ঢুকিয়ে পেটে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর আমরা দেশ রক্ষায় রাস্তায় নামলেও অনেকে দেশ নিঃশেষ করতে ব্যাস্ত হয়ে পড়ে। আমরা কারও বিরুদ্ধে অন্যায় মামলা না করলেও অনেকেই মনের মাধুর্য মিশিয়ে মামলা বাণিজ্য শুরু করে। যদি কেউ সংসার চালাতে চাঁদাবাজির আশ্রয় নেন, আমরা তাদের আমাদের আশ্রয়ে আসার আহ্বান জানাই।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155338