এবারের নির্বাচন পর্যবেক্ষণ করবেন দেশি-বিদেশি ৫৬ হাজার পর্যবেক্ষক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বড় পরিসরে প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করবেন। এছাড়া বিদেশি পর্যবেক্ষক হিসেবে থাকবেন আরও প্রায় ৫০০ জন প্রতিনিধি।
আজ সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে পর্যবেক্ষক সংস্থার চূড়ান্ত এই তথ্য জানানো হয়। ইসির তথ্যানুযায়ী, ৮১টি দেশি পর্যবেক্ষক সংস্থা কেন্দ্রীয়ভাবে চাহিত পর্যবেক্ষকের হিসেবে ৭ হাজার ৯৯৭ জন এবং স্থানীয় চাহিত পর্যবেক্ষকের সংখ্যার হিসাবে ৪৭ হাজার ৪৫৭ জন চেয়েছে। কেন্দ্রীয়ভাবে যেসব পর্যবেক্ষকের চাহিদা দেওয়া হয়েছে, তারা যেসব এলাকার ভোটার, ওইসব আসন বাদ দিয়ে ভোট পর্যবেক্ষণ করতে পারবেন বলে জানিয়েছে ইসি। এর আগে গতকাল রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিদেশি মিশন ও জাতিসংঘ প্রতিনিধিদের জন্য আয়োজিত এক ব্রিফিংয়েও পর্যবেক্ষকের হিসাব তুলে ধরেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155332