পাক প্রধানমন্ত্রীর সঙ্গে আজ পিসিবি চেয়ারম্যানের বৈঠক
স্পোর্টস ডেস্ক: আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নীতিগত অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে দেশটির জাতীয় ক্রিকেট দল। রোববার জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে এক বৈঠকে এই অবস্থান স্পষ্ট করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
জিও নিউজের খবরে বলা হয়, বৈঠকে মহসিন নাকভি খেলোয়াড়দের টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বোর্ডের অবস্থান ব্যাখ্যা করেন। সম্প্রতি নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। এ সিদ্ধান্তকে কেন্দ্র করেই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে উপস্থিত খেলোয়াড়রা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির মধ্যকার বিরোধে পিসিবি চেয়ারম্যানের ‘নীতিগত অবস্থান’-এর প্রশংসা করেন। আইসিসি শনিবার এক বিবৃতিতে জানায়, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো ‘বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি’ না পাওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তবে মহসিন নাকভি আইসিসির সিদ্ধান্তকে ‘দ্বিমুখী’ নীতির প্রতিফলন বলে মন্তব্য করেন। তিনি বলেন, টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে সরকার যে নির্দেশনা দেবে, পিসিবি সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আজ (সোমবার) টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পিসিবি চেয়ারম্যানের।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155328