দিনাজপুরের বাজারেও বিক্রি হচ্ছে রঙিলা জাতের ফুলকপি
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: শীতকালীন সবজি হিসেবে সাধারণত সাদা জাতের ফুলকপির আধিপত্য থাকলেও এবার বাজারে প্রচুর পরিমাণে দেখা গেল ব্যতিক্রমী রঙিলা জাতের হলুদ ফুলকপি। দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের দৈনিক বাজারের বিভিন্ন সবজির দোকানে চেনা সাদা সবজির রঙিন রূপ দেখে থমকে দাঁড়াচ্ছেন ক্রেতা ও দর্শনার্থীরা। উপজেলার সাতোর, ভোগনগর, মোহনপুর, পাল্টাপুর ও নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামে রঙিন ফুলকপির চাষ শুরু করেছে চাষিরা।
এ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের আনিসুর ও সাতোর ইউনিয়নে ইব্রাহিম নামে দুই কৃষি উদ্যোক্তা তাদের উৎপাদিত রঙ্গিলা জাতের হলুদ ফুলকপি বিভিন্ন হাটবাজারে বিক্রি করতে এনেছেন। ভালো দাম ও বাজারে চাহিদা থাকায় তারা এই নতুন জাতের ফুলকপি চাষে আগ্রহী হয়ে ওঠেন। হাটে রঙিলা জাতের হলুদ ফুলকপি প্রতিমণ ১৫শ’ থেকে ১৬শ’ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ সাদা ফুলকপির তুলনায় বেশি।
বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম জানান, এবছর উপজেলায় ৫ জন কৃষক হলুদ ফুলকপি চাষ করে লাভবান হয়েছেন। বর্তমানে বাজারে সাদা ফুলকপি ৪০টাকা বিক্রি হচ্ছে, আর হলুদ রঙের ফুলকপি ৫০ টাকা। তাই হলুদ ফুলকপির চাহিদা ভালো থাকায় কৃষকদের কপি চাষে আগ্রহ বাড়ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155313