নওগাঁর ধামইরহাটে ডাম্পট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

নওগাঁর ধামইরহাটে ডাম্পট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় বেপরোয়া বালুবাহী ডাম্পট্রাক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মানসিক ভারসাম্যহীন একজন নারী নিহত হয়েছে।

আজ রোববার (২৫ জানুয়ারি) ভোরে উপজেলার আমাইতাড়া বাজার এলাকায় এমএম সরকারি ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার পর জড়িত চালক ও চালকের সহকারী পলাতক রয়েছে।

ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছেন। ঘাতক ড্রাম্পট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছিল।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155311