গাইবান্ধা-৫ আসনে গণভোট নিয়ে ফুলছড়ির চরাঞ্চলে নেই সচেতনতা

গাইবান্ধা-৫ আসনে গণভোট নিয়ে ফুলছড়ির চরাঞ্চলে নেই সচেতনতা

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: আসন্ন গণভোটকে কেন্দ্র করে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এখনও দৃশ্যমান কোনো প্রচার প্রচারণা চোখে পড়ছে না। বিশেষ করে ব্রহ্মপুত্র নদীঘেঁষা চরাঞ্চলের মানুষের মধ্যে গণভোট বিষয়ে সচেতনতা খুবই সীমিত। অনেকেই জানেন না গণভোট কবে হবে, কী বিষয়ে হবে কিংবা এতে তাদের ভূমিকা কী।

উপজেলার প্রধান সড়ক, হাটবাজার ও জনসমাগমস্থল ঘুরে কিছু কিছু স্থানে গণভোট সংক্রান্ত পোস্টার, ব্যানার কিংবা সচেতনতা কার্যক্রম চোখে পড়লেও চরাঞ্চলের চিত্র সম্পূর্ণ ভিন্ন। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় চরাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়নি।

উপজেলার এরেন্ডাবাড়ী, ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের চরাঞ্চলে খোঁজ নিয়ে দেখা গেছে, অনেক মানুষ গণভোট শব্দটির সাথে পরিচিত হলেও এর উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন না। কেউ কেউ একে সাধারণ নির্বাচনের সাথে গুলিয়ে ফেলছেন, আবার অনেকে বলছেন, এ বিষয়ে তারা কিছুই শোনেননি।

স্থানীয় সচেতন মহলের মতে, চরাঞ্চলের ভৌগোলিক বিচ্ছিন্নতা ও যোগাযোগ সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনের আরও আগে থেকেই সক্রিয় হওয়া প্রয়োজন ছিল। এসব এলাকায় শিক্ষার হার তুলনামূলক কম হওয়ায় উঠান বৈঠক, মাইকিং কিংবা স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সরাসরি প্রচারণা চালানো জরুরি বলে তারা মনে করছেন।

এদিকে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণার অংশ হিসেবে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘এম্বাসেডর’ হিসেবে জাহিদ হাসান জীবনকে মনোনীত করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক তিনি গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করবেন বলে জানিয়েছেন।

এবিষয়ে জাহিদ হাসান জীবন বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। মানুষ যেন বিষয়টি সঠিকভাবে বুঝতে পারে এবং সচেতনভাবে অংশগ্রহণ করে, সে লক্ষ্যেই আমি মাঠে কাজ করতে চাই। বিশেষ করে চরাঞ্চলের মানুষের কাছে গণভোটের গুরুত্ব তুলে ধরাই আমার প্রধান অগ্রাধিকার।

সুশাসন ও গণতান্ত্রিক চর্চার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণভোটের গুরুত্ব থাকলেও ফুলছড়িতে এখনও তার প্রভাব দৃশ্যমান নয়। বিশেষ করে চরাঞ্চলের মানুষকে সম্পৃক্ত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবপক্ষের আরও সক্রিয় ও সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155293