বগুড়ায় জোড়া খুনের মামলার আসামির জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : বগুড়ায় জোড়া খুনের মামলার হাজতি আসামি আব্দুল জলিলের (২২) জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর হয়েছে। ওই আসামি শাজাহানপুর উপজেলার সাবরুল বাগিনাপাড়ার আব্দুল হামিদ কারিমুল্লাহের ছেলে। আজ রোববার (২৫ জানুয়ারি) বগুড়ার সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবির ওই জামিনের আবেদন শুনানি শেষে তা নামঞ্জুর করেন।
উল্লেখ্য, বগুড়ার শাজাহানপুর উপজেলার সাবরুলের গোলাম মোস্তাফা তালেুকদারের ছেলে সাগর তালুকদার (৩৪) এবং তার সঙ্গী সাবরুল হাটখোলাপাড়ার সাইফুল ইসলামের ছেলে স্বপনকে (২৮) সাথে নিয়ে লিজ নেয়া পুকুরে মাছের খাবার দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় সন্ধ্যায় সাবরুল মন্ডলপাড়ার রাস্তায় আসামিরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে ওই আসামিসহ অন্যান্যরা ধারালে অস্ত্র দিয়ে কুপিয়ে সাগর তালুকদার ও তার সঙ্গী স্বপনকে হত্যা করে পালিয়ে যায়।
এ ব্যাপারে নিহত সাগরের ছোট বোন রোকসানা আকতার বর্ষা বাদি হয়ে ওই আসামিসহ ১৯ জনকে আসামি এবং আরো ১২ জনকে অজ্ঞাতানামা আসামি উল্লেখ করে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. আব্দুল গফুর।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155288