এ বছরই রাজারহাট রেলস্টেশন প্লাটফর্ম নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ করা হবে : রাজারহাটে রেলওয়ে মহাপরিচালক
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘এ বছরেই রাজারহাট রেলস্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রীছাউনি, লুপলাইন চালুর ব্যবস্থা করা হবে। সেই সাথে অর্থ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে রেলস্টেশনের নতুন ভবন নির্মাণ ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি দেয়া যেতে পারে’- গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় গ্যাংকার যোগে রাজারহাটবাসীর পক্ষে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের কাছে আবেদন করলে তিনি এসব কথা বলেন।
এসময় রাজারহাট রেলস্টেশন কক্ষে মহাপরিচালক অবস্থান করলে রাজারহাটবাসীর পক্ষে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়া হয়। সেই সাথে স্টেশনে নতুন ভবন, লুপলাইন, প্লাটফর্ম নির্মাণ ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি চেয়ে এলাকাবাসীর পক্ষে খন্দকার আরিফ, শামসুজ্জামান সরকার (সুজা), আরিফুল ইসলাম, মো: আলী মন্ডল (এটম) ও হামিদুল ইসলাম মহাপরিচালকের কাছে আবেদন করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155282