বগুড়ার শেরপুরের ‘মর্ডান ব্রেড এন্ড বিস্কুট’ ফ্যাক্টরিকে ৭০ হাজার টাকা আর্থিক জরিমানা
স্টাফ রিপোর্টার : বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া, হামছায়াপুর এলাকাস্থ ‘মর্ডান ব্রেড এন্ড বিস্কুট’ ফ্যাক্টরিকে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যে অধিদপ্তর অভিযান পরিচালনা করে ৭০ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ এবং আদায় করেছে। আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল ১১ টা থেকে বেলা ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে খাদ্য পণ্যে নষ্ট এবং পচা ডিম ব্যবহার করা, বিএসটিআই এর অনুমোদনহীন প্যাকেট ব্যবহার করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ করা এবং বিএসটিআই এর লাইসেন্স হালনাগাদ না থাকা ইত্যাদি অপরাধে এই জরিমানা আরোপ এবং আদায় করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক ভবিষ্যতে আর এই ধরনের কর্মকাণ্ড করবেন না মর্মে অঙ্গিকার করেন।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল। এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা পুলিশের একটি দল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155276