বগুড়া দুপচাঁচিয়ায় জমি থেকে মাটি কাটার অভিযোগে হাজার টাকা জরিমানা

বগুড়া দুপচাঁচিয়ায় জমি থেকে মাটি কাটার অভিযোগে হাজার টাকা জরিমানা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়ায় ফসলি জমি থেকে মাটি কেটে ডোবা ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জমির মালিক ও এক্সেভেটর (ভেকু) মালিককে ৪০ হাজার টাকা করে জরিমানা করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার জিয়ানগর ইউনিয়নের খিদিরপাড়ার শামছুল হকের ফসলি জমির উপরি ভাগের মাটি কেটে ডোবা ভরাটে জন্য নিয়ে যাওয়া হয়। গোপন সূত্রে খবর পেয়ে, ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জমির মালিক শামছুল হককে ৪০ হাজার টাকা ও এক্সেভেটর মালিক বাবু প্রামানিকের ছেলে নাহিদুল ইসলাম নাহিদের ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফসলি জমির উপরের মাটি কাটার ফলে কৃষি উৎপাদন ব্যহত হওয়ার পাশাপাশি পরিবশে ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্নকভাবে ক্ষতিগগ্রস্থ হচ্ছে। এ কারনে এমন অপরাধের বিরুদ্দে কঠোর অবস্থান গ্রহন করা হয়েছে। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155275