বগুড়ার সান্তাহারে জুতার শোরুমে আগুনে ৬ লাখ টাকার ক্ষতি
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে একটি জুতার শোরুমে আগুন লেগে প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে সান্তাহার মেইনরোড়ে রহমান সুজ নামে একটি জুতার শোরুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার আফাজ উদ্দীন মন্ডল বলেন, শনিবার রাতে সান্তাহার পৌর শহরের মেইন রোডে কালিমন্দির সংলগ্ন রহমান সুজের শোরুমে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে।
প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন সম্পন্ন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দোকানের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155264