রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ছে ২৫ হাজার কোটি টাকা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ছে ২৫ হাজার কোটি টাকা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির জন্য অতিরিক্ত ২৫ হাজার ৫৯২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় বৃদ্ধির ফলে মোট ব্যয় দাঁড়াচ্ছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৫ কোটি ৭৬ লাখ টাকা।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। সভা শেষে সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

তিনি জানান, ডলারের হিসাবে প্রকল্পটির ব্যয় খুব বেশি না বাড়লেও টাকার অঙ্কে তা অনেক বেশি মনে হচ্ছে। ব্যয় বৃদ্ধির পুরো অর্থই প্রকল্প ঋণ থেকে জোগান দেওয়া হবে।

২০১৩ সালের অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের শুরুতে একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা ছিল। তবে কোভিড-১৯ মহামারি, পরবর্তীতে ইউক্রেন যুদ্ধসহ নানা আন্তর্জাতিক ও কারিগরি জটিলতায় প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ঘটে। সর্বশেষ সংশোধনের মাধ্যমে প্রকল্পটির সমাপ্তিকাল নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের জুন পর্যন্ত।

মূল উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় (ডিপিপি) প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা। প্রথম সংশোধিত ডিপিপিতে তা ২২ দশমিক ৬৩ শতাংশ বাড়িয়ে নতুন ব্যয় নির্ধারণ করা হলো।

একনেক সভায় রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পসহ মোট ২৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ১৯১ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৩২ হাজার ৯৮ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ২ হাজার ২৯১ কোটি টাকা ব্যয় করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155251