স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

টাঙ্গাইলের বাসাইলে স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী আকাশকে গ্রেফতার করা হয়েছে।

আজ রোববার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়  র‌্যাব-১৪।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, শনিবার বিকেলে জেলার মির্জাপুর থানার নিউটেক্স নিট ফ্যাশন এলটিডি এলাকায় অভিযান চালিয়ে আকাশকে গ্রেফতার করা হয়েছে। তিনি বাসাইল উপজেলার বাঘিল গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, মামলার এজাহার অনুযায়ী, স্বামী কৌশলে স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখেন। পরবর্তী সময়ে যৌতুক সংক্রান্ত বিরোধের জেরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ৪ জানুয়ারি কালিহাতি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির বলেন, র‌্যাবের সহযোগিতায় আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হয়েছে। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155249